মায়ের ত্যাগের উদাহরণ টেনে ঐক্যের আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যে মা মৃত্যুর মুখোমুখি হয়েও আপনাদের ছেড়ে আসেননি, তাঁর আদর্শেই ঐক্যবদ্ধ থাকুন।”
সোমবার (২৭ অক্টোবর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের গল্প তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। উপস্থিত নেতারাও চোখের পানি ধরে রাখতে পারেননি।
তারেক রহমান বলেন, “আমার মাও মৃত্যুর মুখোমুখি ছিলেন। ইচ্ছে করলে মাকে নিয়ে আসতে পারতাম। কিন্তু মা আপনাদের ছেড়ে আসেননি। ছয়বার মৃত্যুর মুখোমুখি হয়েও দলের পাশে থেকেছেন তিনি। শেখ হাসিনা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, সন্তানও হারিয়েছেন, কিন্তু কখনো আপস করেননি।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “যে মা এত ত্যাগ স্বীকার করেছেন, তাঁর আদর্শে আপনারাও এক থাকুন, ঐক্যবদ্ধ থাকুন।”
বক্তৃতার একপর্যায়ে আদালতের এক ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, “দুই মায়ের মধ্যে এক সন্তানের দাবি নিয়ে বিচারক বলেছিলেন, সন্তানকে দুই ভাগ করে দেবেন। তখন আসল মা বলেছিলেন- না, সন্তানকে ভাগ করবেন না, অন্যজনকেই দিন। আসল মা তিনিই, যিনি সন্তানের ক্ষতি হতে দেননি। আমি চাই, আপনারাও সেই আসল মায়ের মতো হন- ঐক্যের স্বার্থে ত্যাগ শিখুন।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়ও বক্তব্য দেন। তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “মনোনয়ন পাওয়া মানেই বিজয় নয়, দলের ঐক্য রক্ষা করাই সবচেয়ে বড় বিজয়।”
তিনি নির্দেশ দেন, মনোনয়ন পাওয়ার পর কেউ যেন মিছিল বা মিষ্টি বিতরণ না করে। এর আগে তিনি সিলেট, খুলনা, রাজশাহী, বরিশালসহ অন্যান্য বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন।
বিআলো/শিলি



