মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার মুগদা ক্যাম্পাসের পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন-২০২৫
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা গ্রীন কনভেনশন হলে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার মুগদা ক্যাম্পাসের বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সম্মেলন ২০২৫। শনিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ এবং অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থী মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সার্বিক তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান শুরু হয়। বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা পরিবেশনা ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানের সভাপতি ও মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার এর চেয়ারম্যান বলেন,
“শিক্ষার্থীদের পারফরম্যান্স অভিভাবকদের সামনে উপস্থাপন করা এবং প্রতিভা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে আমাদের শিক্ষা কার্যক্রম ধারাবাহিকভাবে সুনামের সাথে এগিয়ে চলছে। বর্তমানে মুগদা ও নারায়ণগঞ্জ শাখায় কার্যক্রম চালু রয়েছে। এ বছর ডিসেম্বর থেকে ইনশাআল্লাহ উত্তরা, বনশ্রী ও মিরপুর শাখার কার্যক্রম শুরু হবে।”
এ সময় অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিআলো/তুরাগ