মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে চায়ের আমন্ত্রণে মির্জা ফখরুল
dailybangla
14th Nov 2024 7:31 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে তিন সদস্যদের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির খান জানান, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
তবে তাদের মধ্যে কী ধরনের আলোচনা হয়েছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি শায়রুল কবির।
বিআলো/শিলি