মার্কিন শাটডাউনে বিমান চলাচলে বিপর্যয়
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে দীর্ঘ সরকারি অচলাবস্থার প্রভাবে বিমান চলাচলে নেমেছে চরম বিপর্যয়। টানা দ্বিতীয় দিনের মতো শনিবার (৮ নভেম্বর) ১৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং কয়েক হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, পরিস্থিতি আগামী সপ্তাহে আরও খারাপ হতে পারে।
বিবিসি জানিয়েছে, কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের অর্থায়ন নিয়ে মতবিরোধে শুরু হওয়া এই শাটডাউন ৩৯তম দিনে গড়িয়েছে- যা মার্কিন ইতিহাসে দীর্ঘতমগুলোর একটি। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্যে দেখা গেছে, শুক্রবারও প্রায় সাত হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছিল।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বেতন ছাড়া কাজ করা বিমান নিয়ন্ত্রকদের ক্লান্তির কারণে দেশের ৪০টি ব্যস্ত বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। নিউয়ার্ক, শিকাগো ও শার্লট বিমানবন্দরে বাতিলের হার সবচেয়ে বেশি।
এদিকে টিএসএ- এর কর্মীরাও বেতন না পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়ছে। আমেরিকান এয়ারলাইনস ও পরিবহন মন্ত্রণালয় শাটডাউনের দ্রুত সমাধান চেয়েছে, না হলে সাধারণ যাত্রীরা আরও বড় বিপর্যয়ের মুখে পড়বেন বলে আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি
বিআলো/শিলি



