মার্চে ব্রাজিল-ফ্রান্স মুখোমুখি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী মার্চে যুক্তরাষ্ট্রে শক্তিশালী চার দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘রোড টু ২৬’ প্রীতি সিরিজ। এতে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স।
ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজিত এই সিরিজে খেলবে ব্রাজিল, ফ্রান্স, কলম্বিয়া ও ক্রোয়েশিয়া। তিনটি শহর বোস্টন, অরল্যান্ডো ও ওয়াশিংটন ডিসিতে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের উদ্বোধনী ম্যাচ ২৬ মার্চ বোস্টনের জিলেট স্টেডিয়ামে, যেখানে লড়বে ব্রাজিল ও ফ্রান্স।
ফ্রান্স দলে আছেন কিলিয়ান এমবাপ্পে ও ব্যালন ডি’অরজয়ী উসমান দেম্বেলে। ইউরোপীয় বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে এসেছে দলটি। অন্যদিকে দক্ষিণ আমেরিকার বাছাইয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের দায়িত্বে আছেন নতুন কোচ কার্লো আনচেলত্তি।
একই দিনে অরল্যান্ডোতে কলম্বিয়া ও ক্রোয়েশিয়া প্রথমবারের মতো মুখোমুখি হবে। ২৯ মার্চ ওয়াশিংটনে ফ্রান্স খেলবে কলম্বিয়ার বিপক্ষে। সিরিজের শেষ ম্যাচ ৩১ মার্চ অরল্যান্ডোতে, যেখানে ২০২২ বিশ্বকাপের পুনরাবৃত্তিতে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া। চার ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ১৩ জানুয়ারি।
বিআলো/শিলি



