মালখানগরে দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩-এর কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: উদয়ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এবং শাপলা কুড়ি ক্রীড়া চক্রের সহযোগিতায় আয়োজিত দিবা-রাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩-এর কোয়ার্টার ফাইনাল খেলা শুক্রবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী ষোলআনী মাঠে, মালখানগর, সিরাজদিখান, মুন্সিগঞ্জে আয়োজিত এ কোয়ার্টার ফাইনালে ফুরশাইল দীগিরপাড় একাদশ ও আশরাফুল টেলিকম মালখানগর দল পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতামূলক ম্যাচে আশরাফুল টেলিকম মালখানগর দল জয়লাভ করে।
কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল মাঝি, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী, ইসলামপুর, ঢাকা। সম্মানিত অতিথি ছিলেন হাজী আব্দুল আউয়াল জিহাদী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম তুষার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী, ইসলামপুর, ঢাকা।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, সেক্রেটারি, মালখানগর কেন্দ্রীয় জামে মসজিদ; জামাল উদ্দিন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক; আব্দুর রাজ্জাক, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী; নয়ন আহমেদ, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী; বাবু সুকান্ত গোস্বামী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং ইতালি প্রবাসী সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রায়হান শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক ও ক্রীড়ানুরাগী রায়হান ইসলাম মাদবর। অনুষ্ঠান সঞ্চালনা করেন শান্ত চক্রবর্তী। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলেন নিউজ ভিশনের সাংবাদিক মোহাম্মদ ফয়সাল এবং দৈনিক *সংগ্রাম* ও দৈনিক *বাংলাদেশের আলো* পত্রিকার সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।
উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধুলা যুবসমাজকে শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে প্রফুল্ল রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক। ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও অন্যান্য অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখা সম্ভব বলেও তাঁরা মত প্রকাশ করেন।
আয়োজক ও দর্শনার্থীরা জানান, এই টুর্নামেন্ট এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক অবদান রাখতে তাদের উৎসাহিত করবে।
খেলায় দূরদূরান্ত থেকে আগত হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করেন।
বিআলো/ইমরান



