মালয়েশিয়ায় নতুন হাইকমিশনারের পরিচয়পত্র হস্তান্তর ও সৌজন্য সাক্ষাৎ
বিআলো ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার পরিচয়পত্র হস্তান্তর করেছেন। এ সময় তিনি উভয় দেশের পারস্পরিক স্বার্থ এবং সহযোগিতা প্রসারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তিনি তার পরিচয়পত্রের কপি হস্তান্তর করেন এবং কর্মকর্তার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাতের সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়ন ও পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরে হাইকমিশনার উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন এবং দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন উপহাইকমিশনার মোছা. শাহানারা মোনিকা, কাউন্সেলর (রাজনৈতিক) ও চ্যান্সারি প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হোসেন।
এ ধরনের পদক্ষেপ উভয় দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন দিকনির্দেশনা দেয় এবং ভবিষ্যতে শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তি স্থাপন করে।
বিআলো/শিলি



