মালয়েশিয়ায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট জয় করলেন বাংলাদেশি অনন্যা আফরিন
আন্তর্জাতিক মঞ্চে সেরা হয়ে ফিরলেন মডেল অনন্যা আফরিন
৯ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে মুকুট জয়
বিনোদন প্রতিবেদক: বাংলাদেশি মডেল ও তরুণ প্রতিভা অনন্যা আফরিন জয় করলেন আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস স্টার ইউনিভার্স–এর মুকুট। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তিনি অর্জন করলেন চ্যাম্পিয়নের গৌরব।
দেশে ফেরার পর ঢাকায় অনন্যা আফরিনকে ঘিরে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। লাল গালিচার উজ্জ্বল পরিবেশে একে একে হাজির হন দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের প্রখ্যাত ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে অনন্যা আবেগঘন কণ্ঠে বলেন—“এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা এবং আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি সত্যিই গর্বিত। এই অর্জন শুধু আমার নয়, বরং সারা বাংলাদেশের। আপনারা সবাই দোয়া করবেন, যেন আমি ভবিষ্যতেও দেশের নাম উজ্জ্বল করতে পারি।”
বক্তব্যে অতিথিরা অনন্যার এ অর্জনকে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক ঐতিহাসিক গৌরব হিসেবে উল্লেখ করেন। তাঁদের মতে, আন্তর্জাতিক মঞ্চে একজন তরুণী মডেলের এই জয় প্রমাণ করে বাংলাদেশি নারীরা প্রতিভা ও আত্মবিশ্বাসে আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই।
সংবর্ধনার পুরো পরিবেশ জুড়ে ছিলো গর্ব, আনন্দ আর আবেগের ছোঁয়া। বলা যায়, অনন্যা আফরিন শুধু একটি মুকুট জয় করেননি, তিনি বাংলাদেশকেও বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর এই পথচলা আগামী দিনে আরও অনেক তরুণ-তরুণীকে স্বপ্ন দেখাবে এবং অনুপ্রেরণা জোগাবে বড় কিছু করার।
বাংলাদেশের সংস্কৃতি ও ফ্যাশন অঙ্গনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিলেন অনন্যা আফরিন—একজন সত্যিকারের স্টার ইউনিভার্স। 🌟
বিআলো/তুরাগ