মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তের কাছে প্রায় ৯০ জন অবৈধ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার মালয়েশিয়া পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মালয়েশিয়ার কেদাহ প্রদেশের পুলিশ প্রধান আদজলি আবু শাহ স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রায় ৯০ জন যাত্রী বহনকারী নৌকাটি তিন দিন আগে উল্টে গিয়েছিল।’
তিনি আরও জানান, একই সময়ে প্রায় একই সংখ্যক যাত্রী নিয়ে আরও দু’টি নৌকা নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ প্রধান বলেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এবং উপকূলীয় এলাকায় টহল জোরদার করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক অভিবাসী নিয়মিতভাবেই সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। ঝুঁকিপূর্ণ এ যাত্রায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে।
বিআলো/এফএইচএস



