মাল্টার ঘোষণা: সেপ্টেম্বরে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মাল্টা আনুষ্ঠানিকভাবে এ স্বীকৃতি দেবে।
ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন এর আগে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই ধরনের প্রতিশ্রুতি দেন। এমনকি ফ্রান্সও সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল।
মাল্টা সরকারের ওপর ফিলিস্তিন স্বীকৃতির বিষয়ে গত কয়েক মাস ধরেই অভ্যন্তরীণ চাপ বাড়ছিল। বিরোধী দলসহ দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকে এই দাবিতে সরকারের ওপর আহ্বান জানিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনেও মাল্টা দীর্ঘদিন ধরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে।
চলতি বছরের মে মাসেই মাল্টার প্রধানমন্ত্রী আবেলা এই স্বীকৃতির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, জুন মাসে জাতিসংঘের এক সম্মেলনে স্বীকৃতি দেওয়া হবে; যদিও পরবর্তীতে সেই সম্মেলন স্থগিত হয়।
ইতোমধ্যে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারও এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও পশ্চিমতীর দখল বন্ধ না হলে সেপ্টেম্বরেই ব্রিটেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা কূটনীতিতে এখন ভারসাম্য ফিলিস্তিনের দিকেও ঝুঁকছে। মাল্টার আসন্ন স্বীকৃতি এই বৈশ্বিক কূটনৈতিক ধারা আরও জোরদার করবে।
বিআলো/এফএইচএস