মাল্টিমিডিয়ার নতুন অধ্যায়: এমআরইউ নির্বাচনে শাহরিয়ার নাঈম সভাপতি, মিসবাহ উদ্দিন সম্পাদক নির্বাচিত
মাল্টিমিডিয়া সাংবাদিকতার মঞ্চে নতুন সূর্যোদয়!
হৃদয় খান: মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)-এর কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাচনে সভাপতি পদে শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিসবাহ উদ্দিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই নির্বাচনের মধ্য দিয়ে সংগঠনে এসেছে নতুন প্রত্যাশা, পেশাগত ঐক্য এবং সাংবাদিকদের ভবিষ্যৎ অগ্রগতির বার্তা।
সোমবার সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলে ভোটগ্রহণ, যা বিকেল ৫টায় শেষ হয়। রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া ইনচার্জ শাহরিয়ার নাঈম পেয়েছেন ১৫৯ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন পেয়েছেন মাত্র ১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষের প্রতিবেদক মোঃ মিসবাহ উদ্দিন পেয়েছেন ১৩৫ ভোট। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও সহকর্মীদের প্রতি দায়বদ্ধ মনোভাবই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।
নির্বাচনে ভোটকেন্দ্রগুলো ছিল গণতান্ত্রিক চর্চার প্রাণবন্ত দৃশ্যের প্রতিচ্ছবি। ভোটারদের আলোচনা কেন্দ্রে ছিল সাংবাদিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা ও ডিজিটাল সাংবাদিকতার ভবিষ্যৎ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম রাতুল, অর্থ সম্পাদক জান্নাতুর রহমান, ক্রীড়া সম্পাদক শাহিনুল নুর, সাংস্কৃতিক সম্পাদক আরাফাত হোসেন হিমেল। এই পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় নির্বাচিতরা সহজভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন—
১নং সহসভাপতি জাকির ইসলাম
২নং সহসভাপতি ইসলাম উদ্দিন তালুকদার
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন
সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকা
দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত
প্রচার সম্পাদক ইসমাইল হোসেন
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত
তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাহবুব
সমাজসেবা সম্পাদক বিজয় আহমেদ
স্বাস্থ্য, পরিবেশ ও আপ্যায়ন সম্পাদক সোলায়মান সুমন
অপর সদস্যরা হলেন ইসমাইল হোসেন, শাহীন আলম জয়, স্বাধীন রহমান, আবুল খায়ের এবং আল আমিন খান।
নবনির্বাচিত সভাপতি শাহরিয়ার নাঈম বলেছেন, “এই বিজয় একক কোনো ব্যক্তির নয়, এটি এমআরইউ পরিবারের সবার। মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও প্রশিক্ষণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন বলেন, “সাংবাদিকদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় এমআরইউ হবে আরও সক্রিয় ও শক্তিশালী।”
সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন বলেন, সব সময় সংবাদকর্মীদের পাশে থাকবো, যে যেকোনো সংবাদকর্মী বিপদে পড়লে, তাৎক্ষণিক তার পাশে দাঁড়াবার চেষ্টা করব, এবং সংগঠনের ভালো স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে বাধ্য থাকব। এই জয় আমার একার নয়, যাদের দোয়া ভালোবাসা অক্লান্ত পরিশ্রম আমাকে এই পদে নির্বাচিত করেছে, আমি সকলের কাছে চির কৃতজ্ঞ।
বিশ্লেষকরা আশা করছেন, এই নেতৃত্ব এমআরইউকে আরও আধুনিক, দক্ষ ও সদস্যবান্ধব সংগঠনে রূপান্তরিত করতে পারবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ ও সাংবাদিক নিরাপত্তার ক্ষেত্রে নতুন কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
প্রসঙ্গত, এমআরইউ নির্বাচন ২০২৫ শুধু ভোটের প্রতিযোগিতা নয়; এটি মাল্টিমিডিয়া সাংবাদিকদের জন্য নতুন প্রত্যাশা ও প্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা। নতুন নেতৃত্বের সঙ্গে সাংবাদিক সমাজে আশা করা হচ্ছে আরও শক্তিশালী, একীকৃত ও পেশাদার ভ্রাতৃত্ব গড়ে উঠবে।
বিআলো/তুরাগ



