• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাকড 

     dailybangla 
    05th Nov 2024 6:02 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারীর ইউটিউব চ্যানেল হ্যাক করা হয়েছে। সোমবার রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারীর টিম।

    মঙ্গলবার সকালে মালয়েশিয়া থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আজহারীর মিডিয়া ম্যানেজার সাঈদ হক। চ্যানেলটি হ্যাকড হওয়ার বিষয়ে সাঈদকে রাতেই অবগত করেন মিজানুর রহমান আজহারী।

    যেখানে দেখা যায়, হ্যাকাররা নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেওয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’। এক পর্যায়ে লাইভটি ৮০ হাজারেরও বেশি ভিউ হয়। লাইভ শেষে দেখা যায় চ্যানেলটির সব কনটেন্টসহ চ্যানেলটি প্রাইভেট করে রেখেছেন হ্যাকাররা।

    মঙ্গলবার দুপুরেও ইউটিউবে মিজানুর রহমান আজহারীর অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে পাওয়া যায়নি।

    সাঈদ আরও জানায়, চ্যানেলের নামসহ প্রয়োজনীয় সব তথ্য হ্যাকাররা পরিবর্তন করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়। বর্তমানে চ্যানেলের কোনো নিয়ন্ত্রণ আজহারী কিংবা তার টিমের কারও হাতে নাই। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

    ২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে ‘Mizanur Rahman Azhari’ নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেসবুক পেজের নামের সঙ্গে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

    ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিংক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় আহজারীর। এবারই প্রথম তিনি হ্যাকিংয়ের শিকার হননি, এর আগে তার অফিসিয়াল ফেসবুক পেজ একাধিকবার হ্যাকারদের কবলে পড়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031