• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিজাফ আজীবন সম্মাননায় ফেরদৌস আরা, দিলারা জামান ও ফেরদৌস ওয়াহিদ 

     dailybangla 
    23rd Sep 2025 8:54 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ সেপ্টেম্বর পালিত হতে যাচ্ছে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ)-এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য গুণিজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

    অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে দেশের তিন গুণী ব্যক্তিত্বকে। এরা হলেন—একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, প্রখ্যাত অভিনেত্রী দিলারা জামান এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ। তাঁদের দীর্ঘ কর্মজীবনের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

    শুধু তাই নয়, বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হবে আরও বেশ কয়েকজন তারকাকে। তাঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মুজিব পরদেশী, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, মনির খান ও আখি আলমগীর। অভিনয় অঙ্গন থেকে সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান অভিনেতা আলী রাজ ও সুব্রত, আর চলচ্চিত্রের সুপার হিরো ডি এ তায়েব। এ ছাড়া কবি, সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সম্মাননা পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দীন স্টালিন।

    অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো আয়োজনকে করে তুলবে প্রাণবন্ত। সভাপতিত্ব করবেন মিজাফ সভাপতি ও দৈনিক স্বদেশ বিচিত্রা-এর স্পেশাল করেসপন্ডেন্ট সাঈদ মাহমুদ।

    প্রতিষ্ঠার পর থেকে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (মিজাফ) দেশের সংস্কৃতির বিকাশ ও সমৃদ্ধির জন্য নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এবারের বিশেষ আয়োজনে থাকবে তারকা শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনা ও কবিতা পাঠ। সব মিলিয়ে আয়োজনটি হয়ে উঠবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930