মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী হত্যায় আরও দুইজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মো. রুমান ব্যাপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।
শনিবার (২ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালায় এবং তাদের গ্রেফতার করে। এ নিয়ে মামলার মোট আসামি গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনে।
এর আগে এ ঘটনায় ১০ জনকে পুলিশ এবং ২ জনকে র্যাব গ্রেফতার করেছিল। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঘটনা সম্পর্কে জানা গেছে, গত ৯ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত পাকা রাস্তার ওপর ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও পাথর মেরে নির্মমভাবে হত্যা করে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিআলো/এফএইচএস