• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিডিয়া ও সাংবাদিকতার সেরাদের হাতে উঠবে ডিএমএফ সম্মাননা 

     dailybangla 
    02nd Oct 2025 11:47 pm  |  অনলাইন সংস্করণ

    ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার, আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত

    নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা ও মিডিয়ায় বিশেষ অবদানের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’। আগামী ২৫ অক্টোবর (শনিবার) রাজধানীতে জমকালো এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে ১৯টি ক্যাটাগরিতে সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

    বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর আল করিম লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমএফের নির্বাহী কমিটির সদস্য এবং অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের সদস্যরা।

    ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা, যুগের সঙ্গে সামঞ্জস্য রেখে গণমাধ্যমকে এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য। তিনি আরও জানান, সাংবাদিক ও কনটেন্ট নির্মাতারা ৩ অক্টোবর থেকে ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত রিপোর্ট ও ডিজিটাল কনটেন্ট জমা দিতে পারবেন।

    এ বছর অ্যাওয়ার্ডের জন্য যেসব ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে তার মধ্যে রয়েছে—

    পুরস্কারের ক্যাটাগরি

    সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল)

    সেরা বিজনেস রিপোর্টিং (ডিজিটাল)

    সেরা ফিচার/স্টোরিটেলিং

    সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম

    সেরা ডিজিটাল ব্র্যান্ড ক্যাম্পেইন

    সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান)

    উদীয়মান ডিজিটাল সাংবাদিক

    ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড

    লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

    জুরি স্পেশাল অ্যাওয়ার্ড

    অনুসন্ধানী সাংবাদিকতা

    প্রযুক্তি সাংবাদিকতা

    মফস্বল সাংবাদিকতা

    আলোচিত সংবাদ

    সমাজে প্রভাব (Impact on Society)

    প্রবাস সাংবাদিকতা

    মাল্টিমিডিয়া কনটেন্ট

    ক্রীড়া সাংবাদিকতা

    বিনোদন সাংবাদিকতা

    অ্যাওয়ার্ডের জন্য গঠিত জুরি বোর্ডে রয়েছেন দেশের শীর্ষস্থানীয় সম্পাদক, সাংবাদিক ও ডিজিটাল মিডিয়ার বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা বিজনেসের সম্পাদক উদয় হাকিম, কালবেলার অনলাইন এডিটর পলাশ মাহমুদ, মাইটিভির সম্পাদক বদরুল আলম নাবিল, বাংলা ৫২ নিউজের সম্পাদক ও প্রকাশক কাজী আওলাদ হোসেন, প্রথম আলোর ডিজিটাল বিজনেস ডেভেলপমেন্টের এজিএম ও লিড রুহুল আমিন রনি, ভোরের কাগজের হেড অব অনলাইন মিজানুর রহমান সোহেল, আমাদের সময়ের অনলাইন প্রধান মইন বকুল, দৈনিক ইত্তেফাকের হেড অব ডিজিটাল সরাফাত হোসেন, চ্যানেল ২৪-এর হেড অব ডিজিটাল মিডিয়া রাজীব খান, দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ, আরটিভির হেড অব ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া এম এ এইচ এম কবির আহম্মেদ, আজকের পত্রিকার হেড অব ডিজিটাল সেলস সিরাজুল ইসলাম সুমন, সমকালের অনলাইন ইনচার্জ গৌতম মণ্ডল, অ্যাডফিনিক্সের কো-ফাউন্ডার ও সিইও লুৎফী চৌধুরী এবং দ্যা বিজনেস ডেইলির হেড অব অপারেশনস ডাঃ তৃণা ইসলাম।

    উল্লেখ্য, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) ২০২৩ সালের ১৭ জুন যাত্রা শুরু করে। বর্তমানে এটি দেশের ডিজিটাল সাংবাদিক ও মিডিয়া পেশাজীবীদের অভিন্ন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং এরই মধ্যে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে।

    সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ডিএমএফের সাধারণ সম্পাদক ও দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রায়হান রবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ তৃণা ইসলাম।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031