মিথ্যা অভিযোগের প্রতিবাদে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন
রাজীব আলী, রাজশাহী : মিথ্যা অভিযোগ ও পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জীবনতরী সমাজকল্যাণ সংস্থা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার পরিচালক মো. মারুফ হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী চক্র তার ব্যক্তিগত সুনাম ও প্রতিষ্ঠানের দীর্ঘদিনের জনকল্যাণমূলক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।
লিখিত বক্তব্যে তিনি জানান, বিশ্বব্যাংকের সহায়তায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকল্পের আওতায় তার প্রতিষ্ঠান নিয়মিত বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। গত বছরের মে মাসে সোনিয়া জামান নামে এক নারী বিউটিফিকেশন লেভেল-৩ কোর্সে ভর্তি হন।
১৭ মে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় সোনিয়া জামান ব্যবহারিক অংশে (নাক-কান ফোটানো) অকৃতকার্য হন। এই পরীক্ষাটি সরাসরি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (ঘঝউঅ) প্রতিনিধিরা গ্রহণ করেন যেখানে মারুফ হোসেনের কোনো হস্তক্ষেপ করার সুযোগ ছিল না। তিনি অভিযোগ করেন, পরীক্ষায় ফেল করার পর সোনিয়া জামান তাকে পাশ করিয়ে দেওয়ার জন্য অনৈতিক অনুরোধ করেন।
সেই অনুরোধ রক্ষা না করায় ঘটনার প্রায় ৭ মাস পর সোনিয়া ও তার স্বামী আরিফুল ইসলাম বিভিন্ন দপ্তরে মারুফ হোসেনের নামে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করতে শুরু করেন। মারুফ বলেন, সোনিয়া জামানের স্বামী আরিফুল ইসলাম তাকে ফোন করে ‘দেখে নেওয়ার’ এবং প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে গত বছরের ১৬ নভেম্বর তারা আরএমপি পুলিশ কমিশনার এবং ১৭ ও ২৪ নভেম্বর জেলা সমাজসেবা কার্যালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে দাবি করা হয়, মারুফ হোসেন সোনিয়া জামানকে কুপ্রস্তাব দিয়েছেন এবং ইচ্ছাকৃতভাবে ফেল করিয়েছেন।
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এক প্রশিক্ষণার্থী অনৈতিক সুবিধা দাবি করেন। তা প্রত্যাখ্যান করায় দীর্ঘ সময় পর তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় বলে তিনি দাবি করেন। মারুফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে সমাজসেবা অধিদপ্তর তদন্ত করে অভিযোগের সত্যতা পায়নি। তবে প্রভাবশালী মহলের চাপের আশঙ্কা রয়েছে। তিনি পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সত্য উদঘাটনে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সংস্থার কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



