• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিথ্যা মামলার ফাঁদে সাংবাদিক পরিবার, দখলচেষ্টার অভিযোগ 

     dailybangla 
    02nd Jan 2026 9:25 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপায় জমি দখলচেষ্টাকে কেন্দ্র করে মিথ্যা মামলা দিয়ে সহকারী অধ্যাপক ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ এবং তার পরিবারকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

    ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিনের মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে স্থানীয় প্রভাবশালীরা হামলা চালানোর পর পাল্টা কৌশল হিসেবে আদালতে বানোয়াট মামলা দায়ের করেছেন। এতে শুধু একজন সাংবাদিক নন, তার পরিবারের নারী ও শিশু সদস্যরাও চরম নিরাপত্তাহীনতায় পড়েছেন।

    জানা গেছে, ১৯৮১ সালে হারুন অর রশিদের পিতা আপ্তার আলী হাওলাদার রতনদী মৌজায় ৪৮.৫ শতাংশ জমি ক্রয় করেন। জরিপ অনুযায়ী জমিটি বৈধ মালিকানাধীন হলেও সম্প্রতি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম মাহমুদ সেখানে জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের চেষ্টা করেন। বাধা দিলে সংঘবদ্ধ হামলায় আহত হন হারুন অর রশিদসহ পরিবারের একাধিক সদস্য। এ ঘটনায় থানায় মামলা হলে পাল্টা হিসেবে আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয় বলে অভিযোগ।

    হারুন অর রশিদ বলেন, মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের পরিচয়ে একের পর এক অসংগতি রয়েছে। এমনকি স্কুলে থাকা শিশু ও কর্মস্থলে থাকা শিক্ষককেও আসামি করা হয়েছে। এটি সুস্পষ্টভাবে হয়রানিমূলক মামলা।

    এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মামলায় উল্লেখিত স্থানে কোনো ধরনের ঘটনা ঘটেনি। তাদের মতে, পুরো ঘটনাটি সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত। এ বিষয়ে গলাচিপা থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

    ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031