• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    এলিট ব্রাদার্স মিনিবার ফুটবল টুর্নামেন্ট: দ্বিতীয় আসরের ফাইনালে জমজমাট লড়াই 

     dailybangla 
    03rd Jan 2026 7:24 pm  |  অনলাইন সংস্করণ

    শিরোপা উঠল তরুণ সংঘের হাতে

    মো. আশিকুর রহমান: রাজধানীর কদমতলী থানাধীন হাওয়ার মার বাড়ি সংলগ্ন মাঠে এলিট ব্রাদারস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলা এই টুর্নামেন্টে মোট ৪৮টি দল অংশগ্রহণ করে, যা এলাকাজুড়ে সৃষ্টি করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

    দারুণ নৈপুণ্য প্রদর্শন করে নকআউট, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্ব পেরিয়ে ফাইনালে মুখোমুখি হয় মোহাম্মদবাগ তরুণ সংঘ ও মোহাম্মদবাগ যুব সংঘ। নির্ধারিত ৫৪ মিনিটের খেলায় উভয় দল একাধিক আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে তিনটি শটের মধ্যে একটি গোল করতে সক্ষম হয় মোহাম্মদবাগ তরুণ সংঘ। অপরদিকে মোহাম্মদবাগ যুব সংঘ তিনটি শট নিয়েও গোল করতে ব্যর্থ হলে তারা রানার্সআপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয়।

    এই চমৎকার ফাইনাল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। মাঠের পাশাপাশি আশপাশের বাড়ির ছাদ ও বারান্দা থেকেও খেলা উপভোগ করেন ক্রীড়াপ্রেমীরা, যা টুর্নামেন্টটির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাকে আরও স্পষ্ট করে তোলে।

    এলিট ব্রাদারস স্পোর্টিং ক্লাবের সভাপতি আরিফ বলেন,
    “আমরা আমাদের সাধ্যমতো সুন্দর আয়োজনের চেষ্টা করেছি। দর্শকদের বসার পর্যাপ্ত ব্যবস্থা করতে না পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ও উন্নত ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।”

    খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সলিমুল্লাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম স্যার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল মোহাম্মদবাগ তরুণ সংঘকে নগদ ২০ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। রানার্সআপ মোহাম্মদবাগ যুব সংঘ পায় নগদ ১০ হাজার টাকা ও ট্রফি।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—
    জাতীয়তাবাদী দলের কদমতলী থানার অন্যতম আহ্বায়ক ফিরোজ আলম বাবু, ৫৯ নম্বর ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম খোকন, সাধারণ সম্পাদক মাহাবুব আলম কাজল, সাংগঠনিক সম্পাদক বাবুল পারভেজ বাবু, মোহাম্মদ ইউনিট সেক্রেটারি কামরুজ্জামান, ইউনিট যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল, মোস্তাফিজুর রহমান মাসুদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসীমউদ্দীন।

    বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “মিনিবার ফুটবল টুর্নামেন্টের মতো ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে নেতৃত্ব, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তরুণরাই সমাজের প্রধান শক্তি—তাদের হাত ধরেই আগামীর সুন্দর ও মানবিক সমাজ নির্মিত হবে।”

    অনুষ্ঠান শেষে আয়োজক ও স্থানীয় নেতৃবৃন্দ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031