মিনেসোটায় আইস কর্মকর্তার গুলিতে মার্কিন নারী নিহত
আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের এক কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প প্রশাসন ও স্থানীয় ডেমোক্র্যাট নেতাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।
স্থানীয় সময় বুধবার মিনেসোটায় ৩৭ বছর বয়সী রেনি নিকোল গুড নামের এক নারী আইস কর্মকর্তার গুলিতে প্রাণ হারান। ফেডারেল কর্তৃপক্ষের দাবি, ওই নারী গাড়ি চালিয়ে কর্মকর্তাদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, ফলে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত নারী একজন মার্কিন নাগরিক ছিলেন এবং ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণাত্মক আচরণ করেন।
তবে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ এই বক্তব্য প্রত্যাখ্যান করে ঘটনার দায় সরাসরি ট্রাম্প প্রশাসনের ওপর চাপান। রাজ্যের সিনেটর টিনা স্মিথ সামাজিক মাধ্যমে আইস কর্মকর্তাদের মিনেসোটা ছাড়ার আহ্বান জানান।
মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে সংবাদ সম্মেলনে আইসের ভূমিকার কড়া সমালোচনা করলে হোয়াইট হাউস তার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দেয়।
ঘটনার পরপরই এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফেডারেল বাহিনী রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পৃথক তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআলো/শিলি



