মিয়াকো প্রণালিতে চীন-রাশিয়ার বিমান মহড়া, জাপানের তীক্ষ্ণ নজর
আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের চারপাশ ঘিরে রাশিয়া ও চীনের যৌথ বোমারু ও যুদ্ধবিমানের দীর্ঘক্ষণের টহলের জবাবে নিজেদের ফাইটার জেট উড়িয়ে কঠোর নজরদারি শুরু করেছে জাপান। টোকিও এ ঘটনাকে ‘স্পষ্ট শক্তি প্রদর্শন’ বলে সমালোচনা করেছে।
মঙ্গলবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার দুটি পারমাণবিক অস্ত্রবাহী টিইউ-৯৫ বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগর হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে চীনের দুটি এইচ-৬ বোমারুর সঙ্গে মিলিত হয়।
পরে চারটি চীনা জে-১৬ যুদ্ধবিমানও যোগ দেয় এই দলটিতে এবং ওকিনাওয়া-মিয়াকোর মধ্যে আন্তর্জাতিক জলসীমার মিয়াকো প্রণালি দিয়ে বারবার যাতায়াত করে।
জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক্স-এ লিখেছেন, ‘এটা আমাদের দেশের প্রতি সরাসরি শক্তি প্রদর্শন এবং জাতীয় নিরাপত্তার জন্য গভীর উদ্বেগের কারণ।’
তিনি জানান, জাপানি বিমান বাহিনী আকাশসীমা রক্ষায় সতর্কতার সব নিয়ম মেনে কঠোরভাবে পর্যবেক্ষণ করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এই যৌথ ফ্লাইট প্রায় ৮ ঘণ্টা স্থায়ী হয়েছিল। একই দিন দক্ষিণ কোরিয়াও জানায়, ৭টি রুশ ও ২টি চীনা বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে ঢুকে পড়েছিল।
বিআলো/শিলি



