মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ১১ পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে অবৈধভাবে সিমেন্ট পাচারের চেষ্টা করার সময় ৬০০ বস্তা সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’র অংশ হিসেবে কোস্ট গার্ড জাহাজ সৈয়দ নজরুল সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ–পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে শুল্ক-কর ফাঁকি দিয়ে বহন করা প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যমানের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একইসঙ্গে সিমেন্টবাহী বোট ও পাচারে জড়িত ১১ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তিরা, জব্দ করা সিমেন্ট ও ফিশিং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআলো/এফএইচএস



