মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে নারী গুলিবিদ্ধ
dailybangla
26th Oct 2025 10:30 am | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল বাঘঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছেনুয়ারা স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী। তিনি বাড়ি ফেরার পথে মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে পায়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হোয়াইক্যং স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।
৬৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক ঘটনাটি নিশ্চিত করে জানান, সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় একটি দোকান থেকেও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
বিআলো/শিলি



