মিরপুরে কমিউনিটি সেন্টারে অগ্নিকাণ্ড, তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে
dailybangla
25th Oct 2025 9:45 am | অনলাইন সংস্করণ
বিআলো প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ‘বিবাহ বাড়ি’ নামের একটি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে মিরপুর ১১ নম্বরের কালশী রোডে অবস্থিত ছয়তলা ভবনটির শীর্ষ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, রাত ১২টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরও জানান, ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করছেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।
বিআলো/শিলি



