• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জমি উদ্ধার, উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালত 

     dailybangla 
    02nd Jul 2025 10:08 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুর বেড়ীবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত তিন একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এক উচ্ছেদ অভিযানে এ জমি পুনরুদ্ধার করা হয়।

    অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল ইসলাম। অভিযানে পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে অংশগ্রহণ করে।

    পানি উন্নয়ন বোর্ড জানায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় অধিগ্রহণকৃত মিরপুর বেড়ীবাঁধ এলাকার ভূমিতে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন’ সহ বেড়ীবাঁধের দুই পাশে গড়ে ওঠা অসংখ্য দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

    এতে প্রায় ৩ একর জমি অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয় বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড।

    প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, তাদের জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

    এদিকে একই সময়ে মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় কচুরিপানা অপসারণের কাজও চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031