মিরপুরে মহিলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরী উত্তর জোন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর পশ্চিম থানার ১২ নম্বর ওয়ার্ড মহিলা জামায়াতের উদ্যোগে আজ ১৪ নভেম্বর মিরপুর ১–এর কলোল্লাপাড়া, শাহ আমানত হাসপাতালের সামনে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মহিলাদের জন্য মেডিসিন, চর্ম, শিশু, গাইনি ও ডেন্টাল সেবাসহ ব্লাড গ্রুপ টেস্ট, ডায়াবেটিস টেস্ট এবং ব্লাড প্রেশার পরীক্ষা প্রদান করা হয়। জামায়াত–সমর্থক নারী ছাড়াও এলাকার সর্বস্তরের নারী ও ভিন্ন ধর্মাবলম্বীরা এই ক্যাম্প থেকে সেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ইনচার্জ নাছরিন আক্তার। এছাড়া উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি রেবেকা সুলতানা, থানা কর্মপরিষদ সদস্য মেহেরুন নেছা এবং অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।
এছাড়া মিরপুর পশ্চিম থানার আমীর আবদুল্লাহ আল মুতাকাব্বির মুয়াজ, নায়েবে আমীর তাজিরুল ইসলাম, ফরহাদসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেবা গ্রহণকারী নারীরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মহিলা জামায়াত এরকম আরও সেবা কার্যক্রম আয়োজন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



