মিরসরাইয়ে বিয়ে বাড়িতে ডাকাতি: স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
নাজিম উদ্দীন, চট্টগ্রাম উত্তর : চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজিরসরাই গ্রামে একটি বিয়ে বাড়িতে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মান্নানের মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে শুক্রবার দুপুরে বাড়িতে আয়োজন করা হয়। সন্ধ্যায় কনেকে নিয়ে বরপক্ষ চলে যাওয়ার পর বেশির ভাগ অতিথি বিদায় নিলেও কয়েকজন স্বজন বাড়িতেই অবস্থান করছিলেন। রাত প্রায় তিনটার দিকে একদল ডাকাত দ্বিতীয় তলার প্রধান দরজার তালা ভেঙে ঘরে ঢুকে উপস্থিত সবাইকে বেঁধে ফেলে। এরপর তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ টাকা লুট করে নেয়।
স্থানীয় ইউপি সদস্য ও ভুক্তভোগী পরিবারের আত্মীয় মো. নুরুল আনোয়ার জানান, ডাকাতরা অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা নিয়ে গেছে। তিনি বলেন, “ঘটনার পর বাড়ির সবাই আতঙ্কে আছেন। আজ বউভাতের অনুষ্ঠান হলেও মেয়ের পরিবারের কেউ সেখানে যেতে পারছেন না।”
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, “ঘটনাস্থলের আশপাশে পুলিশ টহল ও গ্রাম পাহারাদার থাকার পরও ডাকাত দল পেছনের ধানক্ষেত দিয়ে পালিয়ে যায়।” তিনি আরও জানান, এরা মহাসড়ককেন্দ্রিক সক্রিয় একটি ডাকাত চক্র, যারা হঠাৎ করে আশপাশের এলাকায় প্রবেশ করে ডাকাতি চালিয়ে দ্রুত সটকে পড়ে। চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিআলো/ইমরান



