মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ লাঞ্ছিত
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশালঃ বরিশালের বাবুগঞ্জ-মুলাদী-হিজলা মহাসড়কের (জেড–৮০৩৪) ৮ম কিলোমিটারে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দুপুর ১টার দিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্যে দাবি করেন, সেতুর ঠিকাদারি কাজে নিয়োজিত চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করায় দীর্ঘদিন সেতুর কাজ স্থগিত ছিল। তার এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিক আল-আমিন স্থানীয় লোকজনকে নিয়ে “ভুয়া ভুয়া” বলে স্লোগান দিতে থাকেন এবং ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিত করেন।
এ ঘটনায় কিছুসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে মীরগঞ্জ এলাকায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিআলো/ইমরান



