মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
dailybangla
20th Sep 2025 1:13 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মো. শাহজাহান (৪১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার উল্লাখালী এলাকার ভূঁইয়া বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে বারইয়ারহাট এলাকায় দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় ওই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিআলো/এফএইচএস