মুকসুদপুরে কোকো স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
উত্তেজনায় ভরা ফাইনালে কোকো স্মৃতি ক্রিকেটের ট্রফি গেল বোয়ালিয়ার ঝুলিতে
বাদশাহ মিয়া, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনব্যাপী ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বালিয়াকান্দির হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলা দেখতে ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জুবায়ের মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিনাল মাতুব্বর, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মনির, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি অন্তর শিকদার, গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদল নেতা মনিরুজ্জামান নাদিম, শেখ মোহাম্মদ আরাফাতসহ আরও অনেকে।
খেলার ফলাফল:
রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে বালিয়াকান্দিকে ২ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়া। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান।
বিআলো/তুরাগ