মুকসুদপুরে আগুনে বসত ঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ): গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জলিরপাড় ইউনিয়নের দক্ষিন জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান জানান, মৃত সুভাস বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাসের টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় সুশান্ত বিশ্বাসের বসত ঘরসহ দুইটি বাড়ি পুড়ে যায়।
পরে মুকসুদপুর ও টেকেরহাট ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত সুশান্ত বিশ্বাস বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আমার বসত ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।”
বিআলো/শিলি