মুকসুদপুরে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি:
নির্বাচনে খালেদা জিয়ার মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান
বাদশাহ মিয়া, মুকসুদপুর প্রতিনিধি: ৫ আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এই “গণঅভ্যুত্থান দিবস”-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য বিজয় র্যালি।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে মুকসুদপুরের কমলাপুর ব্রিজ থেকে শুরু হয়ে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মুখর ছিল পুরো এলাকা।
র্যালি শেষে সোনালী ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “আগামী নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে হবে। যারা এক বছর আগে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজও গণতন্ত্র পুনরুদ্ধারে অটুট রয়েছে। সেই স্বৈরাচার আর এ দেশে ফিরে আসবে না।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু। এছাড়াও বক্তব্য দেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
র্যালি ও সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে মুকসুদপুরে বিএনপির এই আয়োজন দলীয় ঐক্য ও আন্দোলনপ্রবণতাকে আরও জোরদার করল বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
বিআলো/তুরাগ