মুকসুদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ): গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জলিরপাড়ে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ঐতিহ্যবাহী জলিরপাড়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার বিসর্জনের পরদিন প্রতি বছর গ্রামীন মেলা এবং নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় এ বছর গ্রামীন মেলা এবং নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন মুকসুদপুর উপজেলা প্রশাসন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) পলাশ কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভা মন্ডলসহ প্রমূখ।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি।
বিআলো/শিলি