• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত 

     dailybangla 
    25th Aug 2025 5:09 pm  |  অনলাইন সংস্করণ

    বাদশাহ মিয়া,মুকসুদপুর: “মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ- ২০২৫ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরা এবং এর গুরুত্ব নিয়ে গণসচেতনতা বাড়ানোই এর উদ্দেশ্য। সোমবার (২৫ আগষ্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরিফসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন তার বক্তব্যে মাতৃদুগ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, তিনি বলেন একটি বাচ্চা জন্ম নেওয়ার ৭২ ঘন্টার মধ্যে যদি সে দুধ না পায় বা দুধ না খায় এতে ভয়ের কিছু নেই। এতে বাচ্চার কোন সমস্যা হবে না, এবং বাচ্চাকে ৬ মাসের মধ্যে মায়ের দুধ ছাড়া অন্য কোন খাবার বা কৌটার দুধ খাওয়ানো যাবে না। আমাদের সচেতনতার অভাবে আমরা কৌটার দুধ খাওয়াতে অব্যস্ত হয়ে গেছি, যা কোন ভাবেই উচিত নয়। এতে বাচ্চা ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এছাড়াও অনেকে বিভিন্ন বিজ্ঞাপনকেও পরামর্শ হিসেবে নেয় যা সম্পূর্ণ ঠিক না। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আমরা কৌটার দুধ বাচ্চার মুখে তুলে না দেই।তিনি আরো বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই যদি তাকে মায়ের দুধ খাওয়ানো হয়, তবে মৃত্যুঝুঁকি ৩১ শতাংশ কমে যায়।

    আর ছয় মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ (এক ফোঁটা পানিও নয়) খাওয়ানো হলে শিশুমৃত্যুর হার আরও ১৩ শতাংশ হ্রাস পায়।শিশুর প্রথম খাবার হিসেবে ‘শালদুধ’ (কলা বা হলুদাভ গাঢ় দুধ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু পুষ্টিকরই নয়, বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রথম টিকার মতো কাজ করে। এই সময়টিতে শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে মায়ের দুধ অপরিহার্য। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী বের হয়ে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031