মুকসুদপুরে রাতের আঁধারে মূর্তি ভাঙচুরের অভিযোগ
বাদশাহ মিয়া, মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের মুকসুদপুরে রাতের আঁধারে একটি সরস্বতী মূর্তি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে মুকসুদপুর সার্কেলের এএসপি নাফিসুর রহমান, মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে উপজেলার উজানী ইউনিয়নের ১৭৮ নং পশ্চিম উজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কান্দনীপাড়া গ্রামের সার্বজনীন পূজামণ্ডপে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, পূজা শেষে করে রাতে পূজারীরা মন্দির ত্যাগ করেন। তারপর কে বা কারা ওই সরস্বতী মূর্তির মাথার ঘাড় মটকে ঝুলিয়ে রাখে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে তারা থানায় জানান। মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনা ঘটানোর আগেই ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়েছে। এ কারণে সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
তাই এ ঘটনার সাথে জড়িতদের এখন পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে মাঠে নেমেছে। মন্দির কমিটির পক্ষ থেকে অভিযোগ দিতে বলেছি। তারা অভিযোগ দিলেই এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।
বিআলো/আমিনা



