মুকসুদপুরে সরকারি গাছ কাটার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা
বাদশাহ মিয়া, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সরকারি জায়গা থেকে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে আত্মসাৎ করার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কামরুল ইসলাম (৫৪), উপজেলার পশারগাতী গ্রামের মৃত শুকুর আরাফাতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কামরুল ইসলাম সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে পশারগাতী এলাকায় সরকারি মালিকানাধীন জায়গা থেকে গাছ কাটছিলেন। বিষয়টি জানতে পেরে মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
অভিযুক্তকে গাছ কাটার প্রস্তুতিকালে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯(২) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মুহূর্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত বলেন,
“সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বিআলো/ইমরান



