মুক্তির আগেই আলোচনায় ‘একটা বাংলাদেশি পোলা আমার মন নিছে’
ক্যামেরাবন্দি প্রেমের গল্পে হ্যাপি মম–সাদমান সামির প্রথম জুটি
হৃদয় খান: ভালোবাসা মানেই আবেগ। আর সেই আবেগ যখন গান ও ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে, তখন তা হয়ে ওঠে দর্শকের হৃদয় ছোঁয়া এক জীবন্ত গল্প। ভালোবাসা দিবসকে সামনে রেখে ঠিক এমনই এক রোমান্টিক অনুভূতির উপহার নিয়ে আসছে নতুন মিউজিক ভিডিও ‘একটা বাংলাদেশি পোলা আমার মন নিছে’। মুক্তির আগেই গানটির গল্প, সুর ও নান্দনিক ভিজ্যুয়াল দর্শকদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল।
এই মিউজিক ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় মডেল হ্যাপি মম ও সাদমান সামির। পর্দায় তাদের সাবলীল অভিনয়, প্রাণবন্ত অভিব্যক্তি এবং স্বাভাবিক রসায়ন গানটির রোমান্টিক আবহকে আরও গভীর করেছে। কখনো আবেগঘন মুহূর্ত, কখনো মিষ্টি দুষ্টুমিতে ভর করে এগিয়ে যাওয়া প্রেমের গল্পে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে এই জুটি—এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।
গানটির নৃত্য পরিকল্পনা ও কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন অভিজ্ঞ ড্যান্স ডিরেক্টর মাইকেল বাবু। তার আধুনিক ও ছন্দময় নৃত্যনির্দেশনায় ভিডিওটিতে যুক্ত হয়েছে নতুনত্ব ও গতিশীলতা।
ভিডিওটির পরিচালনায় ছিলেন এস.ডি রুবেল। তার সৃজনশীল নির্দেশনায় গল্প, অভিনয় ও চিত্রায়নের মধ্যে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন সামঞ্জস্য। চিত্রগ্রহণে দায়িত্ব পালন করেছেন দক্ষ ডিওপি ইসমাইল হোসেন লিটন, যার ক্যামেরার চোখে ভালোবাসার রঙিন মুহূর্তগুলো আরও জীবন্ত হয়ে উঠেছে।
মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে দেশের চলচ্চিত্র শিল্পের প্রাণকেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-তে। মনোরম লোকেশন ও পরিকল্পিত সেট ডিজাইনের মাধ্যমে ভিজ্যুয়ালকে করা হয়েছে আরও আকর্ষণীয় ও নান্দনিক।
সব মিলিয়ে, ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় থাকা ‘একটা বাংলাদেশি পোলা আমার মন নিছে’ মিউজিক ভিডিওটি প্রেম, আবেগ ও বিনোদনের এক মধুর সংমিশ্রণ হয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে—এমন প্রত্যাশাই করছেন নির্মাতা ও শিল্পীরা।
বিআলো/তুরাগ



