মুক্তি পেলো নিশো-নাবিলার থ্রিলার সিরিজ ‘আকা’
বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে থ্রিলার সিরিজ ‘আকা’। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মুক্তি পেয়েছে এটি।
ভিকি জাহেদ পরিচালিত এ ওয়েব সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আফরান নিশো। সিরিজে নিশোর সঙ্গে আরও আছেন মাসুমা রহমান নাবিলা। ওয়েব সিরিজে এই প্রথম বড় চরিত্রে অভিনয় করছেন তিনি।
সিরিজটির গল্পে ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, রহস্য ও রোমাঞ্চের জটিল একটা কাহিনি দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
ভিকি বলেন, ‘নানা ধরনের থ্রিলার বানিয়েছি, এটিও থ্রিলার; কিন্তু এই প্রথম থ্রিলারের মোড়কে সামাজিক বার্তা দিতে চেয়েছি। এটাকে সোশ্যাল থ্রিলার বলতে পারেন। নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছি।’

তিনি বলেন, ‘আগে ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, ‘রেডরাম’-এর মতো আলোচিত প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন ভিকি-নিশো জুটি।
সে প্রসঙ্গ টেনে ভিকি আরও বলেন, ‘ নিশো ভাইয়ের সঙ্গে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। প্রথমবার সিরিজে একসঙ্গে কাজ করছি। তার সঙ্গে কাজ সব সময়ই বিশেষ কিছু। নাবিলাও খুব সহায়তা করেছেন। এটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট।’
নিশো বলেন, ‘আমার কাছে সবসময়ই গল্পটাই বড় কথা। আকা-র চরিত্র ও গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। ভিকি’র সাথে আবার কাজ করা সবসময়ই বিশেষ কিছু।’
সিরিজটি নিয়ে আশাবাদী মাসুমা রহমান নাবিলা। এর আগে তিনি বলেছিলেন। ‘“আকা” আমার ক্যারিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়; প্রথম ওয়েব সিরিজ। তাই খুবই রোমাঞ্চিত। আশা করি দর্শক শুধু আমার চরিত্র নয়, পুরো সিরিজের গল্প ও নির্মাণকেও গ্রহণ করবেন।’
গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দিপন। সম্পাদনা ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অর্ণব হাসনাত। মেক-আপ করেছেন জাহাঙ্গীর আলম অপু, কস্টিউম করেছেন আল্ভীরা তাসনিম ও আর্ট ডিরেকশন দিয়েছেন মো: রিংকু। এই সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।
বিআলো/শিলি