মুখ খুললেন কারিনা
বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী কারিনা কাপুর।অভিনয়জীবনের ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফল ও দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। মাঝে কিছুটা বিরতি নিলেও ফের নিয়মিত হয়েছেন এই নায়িকা। সিনেমার প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন শো’তে দেখা যাচ্ছে তাকে।
বলিউড পাড়ায় ঠোঁটকাটা হিসেবে পরিচিত এই অভিনেত্রী সম্প্রতি মুখ খুলেছেন ইন্ডাস্ট্রিতে চলমান রেষারেষি নিয়ে। হারপার্স বাজার ইন্ডিয়াকে দেওয়া একটি পুরোনো সাক্ষাৎকারে করিনা কাপুর বলেন, আমি যখনই পেছন ফিরে দেখি, তখন আমার মুখে হাসি লেগে থাকে। আমি আমার সফর নিয়ে গর্বিত। আমার আফসোস করার কোনো সময় নেই। আমি খুশি যে আমি মানুষ হিসেবে অনেক বদলাতে পেরেছি। ব্যক্তিগত এবং কাজের জন্য এটাই জরুরি।
বলিউডের রেষারেষি প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, আজ আমি অনেক বেশি নরম হয়েছি, মাটির কাছাকাছি থাকি। কিন্তু বছর ১০ আগেও অনেক প্রতিযোগিতা ছিল। লোকজন আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু কেউ আমাকে অকারণে খোঁচালে আমি জেদ ধরে সেটায় জিতি।
কিছুদিন আগেই ৪৪ বছরে পা রেখেছেন কারিনা। তাকে শেষবার বাকিংহাম মার্ডারসে দেখা গিয়েছে। এছাড়া এই বছর মুক্তি পাওয়া তার ক্রু ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া পেয়েছিল। আগামীতে তাকে রোহিত শেট্টির ‘সিংঘম এগেন’ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং প্রমুখের সঙ্গে।
বিআলো/শিলি