মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জে বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক পদ্মা সেতু উত্তর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ৬০ লক্ষ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
পরে লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। তবে ট্রাকের চালকদের মুচলেকা নেওয়ার পর যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বিআলো/তুরাগ