মুন্সিগঞ্জে স্কুলছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণচেষ্টা, শিক্ষককে গণপিটুনি
মুন্সিগঞ্জ প্রতিনিধি: নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে টয়লেটে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে অভিযুক্ত শিক্ষককে স্থানীয়রা গণপিটুনি দিয়েছেন। রবিবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকার পিটিআই ইন্সটিটিউশন পরীক্ষণ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে (৩৩) উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়। মুন্সিগঞ্জ সদর থানায় ভুক্তভোগীর বাবা অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
ওসি এম. সাইফুল আলম জানান, অভিযুক্ত শিক্ষক রোমান মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার বৌ-বাড়ির বাসিন্দা। গত বৃহস্পতিবার বিকেলে শিক্ষক ওই ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ছাত্রী চিৎকার করে পালিয়ে গেলে বাড়ি ফিরে মা ও পরিবারের সদস্যদের ঘটনাটি জানান।
পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় পুলিশ ও সেনা মোতায়েন করতে হয়। বিদ্যালয় প্রশাসন অভিভাবক ও স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানায়।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, “ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মামলা করেছেন। আমরা অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করেছি এবং হাসপাতালে পাঠিয়েছি। তদন্ত শেষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ রোববার বিকেলে অভিযুক্ত শিক্ষককে আদালতে পাঠায়। আদালতের নির্দেশে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিআলো/ইমরান



