মুন্সিগঞ্জে ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজংয়ে গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (৯ জুলাই ২০২৫) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোনের আওতাধীন বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মার ব্যবস্থাপনায় লৌহজং উপজেলার কান্দিপাড়া এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে ২৫০ জন দরিদ্র, অসহায়, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
উল্লেখ্য, কোস্ট গার্ড দেশের উপকূলীয় নিরাপত্তার পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও নিয়মিত অংশগ্রহণ করে থাকে।
বিআলো/এফএইচএস