মুন্সীগঞ্জের ‘১৩১ বছর বয়সী’ সুফিয়া খাতুন আর নেই
অনলাইন ডেক্স
18th Dec 2025 4:12 pm | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের আলোচিত ১৩১ বছর বয়সী বৃদ্ধা সুফিয়া খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পানহাটা এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজনসহ আত্মীয়স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের অনুভূতি বিরাজ করছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় পানহাটা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিআলো/ইমরান



