মুন্সীগঞ্জে টিআরসি নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন
সুমন সরদার: মুন্সীগঞ্জ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন হয়েছে।
‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানে ১৬ এপ্রিল বুধবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮টা হতে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছে।
প্রথম দিনের এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেন মুন্সীগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং নিয়োগ বোর্ডের সদস্য ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারেস ও নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর উপস্থিত ছিলেন।
ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (অপারেশন্স) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাতেম আলী, পিপিএম উপস্থিত হয়ে এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তাই কোনো রকম প্রতারণার শিকার না হয়ে বরং কোনো দালাল তাদের সঙ্গে যোগাযোগ করলে, সেই দালালকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের জন্য পুলিশের সহযোগিতা নিতে বলেন।
বিআলো/শিলি



