মুন্সীগঞ্জ পৌরসভাকে জেলা বিএনপির মশার মেশিন বিতরণ
dailybangla
21st Oct 2024 11:37 pm | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মশা নিধনের লক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভাকে ৫টি ফগার মেশিন বিতরণ করেছে জেলা বিএনপি। আজ সোমবার বিকেলে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর প্রশাসক মৌসুমী মাহবুবের কাছে এসব মেশিন বিতরণ করা হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহম্মেদের পক্ষে মশার মেশিন বিতরণ করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ফকির।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. গিয়াসউদ্দিন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মুন্সীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাইয়ুম মৃধা, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা সিকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর শরীফ প্রমুখ।
বিআলো/তুরাগ