• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মুরাদনগর থেকে নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের যাত্রা শুরু 

     dailybangla 
    03rd Jul 2025 5:35 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গঠিত ‘কুইক রেসপন্স টিম’-এর কার্যক্রম কুমিল্লার মুরাদনগর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ মঙ্গলবার মুরাদনগর উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কার্যক্রমের সূচনা ঘোষণা করেন।

    উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী। সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও ‘জুলাই যুদ্ধের’ অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

    শারমীন এস মুরশিদ বলেন, “মুরাদনগরে সম্প্রতি নারীর ওপর ঘটে যাওয়া বর্বর সহিংসতা শুধু একটি উপজেলার ঘটনা নয়, বরং এটি গোটা সমাজের একটি বাস্তব চিত্র। এ ধরনের ঘটনার প্রতিকার ও প্রতিরোধে আমাদের সক্রিয় হতে হবে। কুইক রেসপন্স টিম সেই উদ্যোগেরই অংশ, যা এখান থেকে শুরু হয়ে সারাদেশে বিস্তৃত হবে।”

    তিনি আরও বলেন, “নারী ও শিশুর প্রতি নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক অবক্ষয়ের কারণে আজ মেয়েরা ছেলেদের দ্বারা ভয়ানক নির্যাতনের শিকার হচ্ছে। শিশুরাও রেহাই পাচ্ছে না। আমি মন্ত্রণালয়ে এসে দেখি, নির্যাতন প্রতিরোধে একটি কার্যকর কাঠামোর অভাব রয়েছে। আমরা এখন একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করে সেটিকে দুই মন্ত্রণালয়ের সমন্বয়ে কার্যকর করতে চাই।”

    নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে উপদেষ্টা বলেন, “আইন থাকলেও সহিংসতা কমছে না। পরিবারের ভেতর, কর্মক্ষেত্রে, পাবলিক প্লেস এমনকি অনলাইনেও মেয়েরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। প্রচলিত প্রথা, সামাজিক আচরণ ও বৈষম্যই এর অন্যতম কারণ। সময়ের সঙ্গে সহিংসতার ধরনও পাল্টে যাচ্ছে, মেয়েরা আজ সাইবার বুলিংয়ের শিকার।”

    শারমীন এস মুরশিদ বলেন, “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সিভিল সোসাইটি ও তরুণ প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টা।”

    গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আইনের ১৪ ধারা এবং হাইকোর্টের নির্দেশনার পরও অনেক সময় ভিকটিমের ছবি বা পরিচয় গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা পুরোপুরি বেআইনি। অপরাধীর পরিচয় প্রকাশ করুন, ভিকটিমের নয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

    এসময় তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে একত্রিত হতে হবে। সমাজ থেকে সহিংসতা, বৈষম্য ও অবিচার দূর না করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয়।”

    সভা শেষে মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রহমানকে আহ্বায়ক করে নারী ও শিশু নির্যাতন প্রতিকার ও প্রতিরোধে কুইক রেসপন্স টিমের একটি কমিটি গঠন করা হয়। এই টিম স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের প্রতিনিধিদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে সহিংসতার ঘটনায় সাড়া দিতে কাজ করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930