মুহুরী, কহুয়া ও সিলোনিয়ায় আবারও বাড়ছে পানি, ফের প্লাবিত ফেনী
নিজস্ব প্রতিবেদক: ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি আবারও দ্রুতগতিতে বাড়ছে। ভারতের উজানে টানা বৃষ্টির প্রভাবে নদীগুলোর পানি বাড়তে থাকায় পরশুরাম ও ফুলগাজী উপজেলার একাধিক এলাকার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল থেকে নদীর পানি বাঁধ উপচে বা ভাঙা স্থানে দিয়ে লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে প্লাবিত হচ্ছে পরশুরামের পশ্চিম অলকা, পূর্ব অলকা, নোয়াপুর, চিথলিয়া ইউনিয়নের কিছু গ্রাম ও ফুলগাজীর একাধিক জনপদ।
ফেনী পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারতের উজান থেকে নেমে আসা ঢলে ৮ জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় তিনটি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪১টি স্থানে ভাঙন দেখা দেয়। এরমধ্যে ৬টি স্থানে মেরামত কাজ শেষ হয়েছে এবং ২৮টি স্থানে মেরামত চলছে। কিন্তু বৃষ্টির চাপ বাড়ায় ভাঙন স্থানগুলো দিয়ে নতুন করে পানি প্রবেশ করছে।
পরশুরামের পশ্চিম অলকার বাসিন্দা আবুল হোসেন বলেন, আমাদের এখানে খুব একটা বৃষ্টি নেই, কিন্তু ভারতের ত্রিপুরায় টানা বৃষ্টির কারণে নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। গতবারের ভাঙা বাঁধগুলো ঠিকভাবে মেরামত না করায় এবারও আবার পানি ঢুকছে। বছরের পর বছর ধরে আমরা একই দুর্ভোগে ভুগছি।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম জানান, সোমবার দুপুর ১টার দিকে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১২.২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানি বৃদ্ধির হার দেখে বোঝা যাচ্ছে, খুব দ্রুত আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অফিস ফেনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, ফেনীতে গত ২৪ ঘণ্টায় মাত্র ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ভারতের ত্রিপুরা অঞ্চলে অব্যাহত ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে উজান থেকে আসা পানির ঢলেই নদীগুলো ফুলেফেঁপে উঠছে।
স্থানীয়দের অভিযোগ, গত বছরের স্মরণকালের ভয়াবহ বন্যায়ও এই তিন নদীর শতাধিক স্থানে বাঁধ ভেঙেছিল। তখন প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বাঁধগুলো মেরামত করা হয়। কিন্তু বছর না যেতেই আবারও পুরনো জায়গাগুলো থেকেই পানি ঢুকছে, যা পরিকল্পনার দুর্বলতা এবং নির্মাণ ত্রুটির ইঙ্গিত দেয়।
বিআলো/এফএইচএস