মৃত ব্যক্তির রুহ ঘরে ফিরে আসে?
নিউজ ডেক্স: মৃত্যুর পর মৃত ব্যক্তির রুহ বাড়িতে ফিরে আসে-এমন ধারণা ভিত্তিহীন ও কুসংস্কার বলে মত দিয়েছেন ইসলামি স্কলাররা। তাদের মতে, রুহ মৃত্যুর পর স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না এবং এ ধরনের বিশ্বাস সমাজে বিভ্রান্তি ছড়ায়।
বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, মৃত্যুর পর মানুষের রুহ আল্লাহর নিয়ন্ত্রণে চলে যায় এবং তা আর দুনিয়ায় ফিরে আসে না। ইসলামি গ্রন্থে কোথাও উল্লেখ নেই যে মৃত ব্যক্তির রুহ দোয়ার জন্য বাড়িতে আসে বা পরিবারের সদস্যদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ স্থাপন করে।
স্কলাররা জানান, কবরের পর মানুষের রুহ বারজখ নামক বিশেষ জগতে অবস্থান করে এবং সেখানেই তার পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হয়। কুরআনের বর্ণনা অনুযায়ী (সূরা মু’মিনুন: ১০০) মৃত্যু এবং পুনরুত্থানের মাঝামাঝি সময়ের এই পর্বে রুহ দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
এ বিষয়ে আলেমরা সতর্ক করে বলেন, রুহ ঘরে ফিরে আসে-এমন বিশ্বাস সম্পূর্ণ কুসংস্কার। বরং মৃত ব্যক্তির জন্য দোয়া, দান-সদকা ও নেক কাজ করা হলে সেই সওয়াব আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে পৌঁছে যায়।
সুতরাং, ইসলামি দৃষ্টিকোণ থেকে মৃত ব্যক্তির রুহ দুনিয়ায় ফিরে আসে-এমন ধারণা সম্পূর্ণ অপ্রমাণিত ও বিভ্রান্তিকর।
বিআলো/এফএইচএস