• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    মেক্সিকোয় ডাবল-ডেকার বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১০ 

     dailybangla 
    09th Sep 2025 7:19 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: মেক্সিকোর মধ্যাঞ্চলে ডাবল-ডেকার বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার একটি মালবাহী ট্রেন সরাসরি ধাক্কা মারে একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসে। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

    রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। খবর রয়টার্সের

    প্রশাসন জানায়, একটি মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ডাবল-ডেকার বাসের সংঘর্ষেই এই প্রাণহানির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যানজটে আটকে থাকা বাসটি রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় দু’টুকরো হয়ে যায়। ট্রেনটি বাসটিকে কয়েক মিটার টেনে নিয়ে যায়।

    মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নিশ্চিত করেছে, ঘটনাস্থলেই সাত নারী ও তিন পুরুষ নিহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

    দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে অক্ষত যাত্রীদের উদ্ধার কাজে সহায়তা করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জরুরি সেবা সংস্থা, মেক্সিকান রেড ক্রস, জাতীয় জরুরি কমিশন এবং স্থানীয় পুলিশ। তারা আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি উদ্ধার অভিযান চালায়।

    বাসটি রাজধানী মেক্সিকো সিটির উদ্দেশ্যে রওনা হয়েছিল। ঘটনার সময় এতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শহর প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনায় বহু মানুষের প্রাণহানি আমাদের গভীরভাবে শোকাহত করেছে।’

    দুর্ঘটনার কারণে আটলাকোমুলকো থেকে রাজধানীমুখী মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। এই সড়কটি প্রতিদিন হাজার হাজার শ্রমিক ও কর্মজীবীদের যাতায়াতের প্রধান পথ।

    সরকারি তথ্য অনুযায়ী, মেক্সিকোয় সাম্প্রতিক বছরগুলোতে ট্রেন ও যানবাহনের সংঘর্ষের ঘটনা বেড়েছে। ২০২১ সালে এমন ঘটনা ছিল ৬৭৩টি, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৭৮৪-এ। শুধু চলতি বছরের প্রথম প্রান্তিকেই ৩৫ জন আহত ও তিনজন নিহত হয়েছেন এ ধরনের দুর্ঘটনায়।

    স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়ে আসছিলেন। তাদের অভিযোগ—যথাযথ আলোকসজ্জা, সতর্কতামূলক সাইনবোর্ড এবং ব্যারিয়ার না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। সোমবারের ভয়াবহ দুর্ঘটনার পর আবারও এসব ব্যবস্থা গ্রহণের আহ্বান জোরালোভাবে উঠেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930