মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেফতার ১
আর্ন্তজাতিক ডেস্ক: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন ক্লাউদিয়া শেইনবাউম। পথে সমর্থকদের সঙ্গে হাত মেলানো ও ছবি তোলার সময় এক ব্যক্তি তাঁর কাছে এসে কাঁধে হাত রাখেন এবং কোমর জড়িয়ে গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিরাপত্তারক্ষীরা দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি মদ্যপ ছিলেন বলে মনে হয়।
ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্তভাবে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দেশটির নারী ও লিঙ্গসমতা বিষয়ক মন্ত্রী সিতলালি হারনান্দেজ বলেন, “এ ধরনের পুরুষতান্ত্রিক আচরণ নারীর ব্যক্তিগত পরিসরে অনধিকার হস্তক্ষেপকে স্বাভাবিক করে তোলে, যা গভীরভাবে উদ্বেগজনক।”
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর প্রায় ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন। সূত্র: এএফপি
বিআলো/শিলি



