মেক্সিকোর ফাতিমা বশের ‘মিস ইউনিভার্স ২০২৫’ জয়
বিনোদন ডেস্ক: থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মেক্সিকোর ফাতিমা বশ ইতিহাস গড়লেন। প্রতিকূল পরিস্থিতি, কটূক্তি ও দর্শকদের আপত্তি সত্ত্বেও ফাতিমা আত্মবিশ্বাস ও দৃঢ়তায় শিরোপা দখল করেন।
২১ নভেম্বর থাইল্যান্ডের নন্থাবুরি ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ফাতিমা ১৩৬ প্রতিযোগীর মধ্য থেকে সেরা সুন্দরী হিসেবে সনদ পান। মেক্সিকোর তাবাস্কোর সান্তিয়াগো দে তেয়াপার কন্যা ফাতিমা ফ্যাশন ডিজাইন অধ্যয়ন করেছেন এবং স্কুলজীবনে ডিসলেক্সিয়া ও এডিএইচডির কারণে বুলিংয়ের শিকার হলেও কখনো থেমে যাননি।
তিনি নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি ৯ বছর ধরে ক্যানসারে আক্রান্ত শিশুদের সঙ্গে স্বেচ্ছাসেবী কাজ করেছেন। ২০১৮ সালে তাবাস্কোতে ‘ফ্লোর ডি ওরো’ খেতাব জয়ের মাধ্যমে তার সৌন্দর্য প্রতিযোগিতার পথচলা শুরু হয়। এরপর তাবাস্কোর প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ খেতাব জয় করে ইতিহাস গড়েন।
তবে মঞ্চে যাওয়ার আগে ফাতিমাকে সামাজিক যোগাযোগমাধ্যমে যথাযথ প্রচার না করার অভিযোগে মিস ইউনিভার্সের এক কর্মকর্তা ‘ডাম্বহেড’ (বোকা) বলে কটূক্তি করেন। এই ঘটনায় ফাতিমা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। অন্যান্য প্রতিযোগীরাও তার পাশে দাঁড়িয়ে এই কটূক্তির প্রতিবাদ করেন। পরে সংস্থার সভাপতি রাউল রোচা এই আচরণ তীব্রভাবে নিন্দা করেন।
ফাতিমা বলেন, “আমাকে ‘ডাম্ব’ বলা অন্যায়। কেউ আমাকে চুপ করাতে পারবে না। আমি আমার কথা বলতে ভয় পাই না। আমি এখানে এসেছি সেইসব নারী ও মেয়েদের কণ্ঠস্বর হতে, যারা তাদের অধিকার ও স্বপ্নের জন্য লড়াই করছে। আমি সাজানো পুতুল নই, যে অন্যের পছন্দে সাজানো হবে।”
ঘোষণার পর দর্শকের একটি বড় অংশ ফাতিমাকে মেনে নিতে পারেননি। তবুও মাত্র চারজন প্রতিযোগী- লোরেনা লোপেজ, ফের্নান্দা পুমা, এমিরে আরেয়ানো ও এলেনা রোলদান- ফাতিমাকে অভিনন্দন জানান। ফাতিমা বলেন, “যারা সত্যিই আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কেউই আমাকে মুকুট উপভোগ করা থেকে বিরত রাখতে পারবে না।”
ফাতিমা ২৫ বছর বয়সী, পোর্ট গ্যালের সন্তান। তিনি টেকসই ফ্যাশন ও সামাজিক উদ্যোগে যুক্ত, যেখানে সমাজ সচেতনতা ও মানবকল্যাণের বিষয়গুলো অঙ্গীভূত। আগামী এক বছরে তিনি আন্তর্জাতিক মঞ্চে মডেল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করবেন এবং প্রতিযোগিতার বিতর্ক থেকে শিক্ষা নিয়ে আরও স্বচ্ছ ও মর্যাদাপূর্ণ আয়োজন নিশ্চিত করবেন। সূত্র: এএফপি ও পিপল
বিআলো/শিলি



